তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুধবার কাঁকসার বিরুডিহায় একটি গ্যারেজে আগুন লাগার ঘটনায় গ্যারেজ মালিককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ।ধৃত গ্যারেজ মালিক গঙ্গাধর পাত্রকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত গঙ্গাধর পাত্র বেআইনিভাবে বিপুল পরিমাণে তেল মজুদ করে রেখেছিল।গ্যারেজে বিপুল পরিমাণে মজুদ করা তেলে আগুন লাগার ঘটনায় ভয়াবহ আকার ধারণ করে।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গঙ্গাধর পাত্র নামের ওই গ্যারেজের মালিককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।পাশাপাশি ভিন্ন একটি ঘটনার সাথে যুক্ত আরও দু'জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।