শুভময় পাত্র,বীরভূম:- স্বাস্থ্য কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বীরভূমের পারুই থানার অন্তর্গত বাতিকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বাতিকার স্বাস্থ্য কেন্দ্রের মহিলা কর্মী শ্রাবণী বুধবার সকালে তার কর্মস্থলে এসেছিলেন, কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় তার বাড়ি থেকে স্বামী খুঁজতে আসে বাতিকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিক-ওদিক জিজ্ঞাসাবাদ ও খোঁজাখুঁজি করার পর অবশেষে স্বাস্থ্য কেন্দ্রের এক কক্ষে শ্রাবনীর মৃতদেহ দেখতে পাওয়া যায়।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় বাতিকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্থানীয় এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পারুই থানার পুলিশ। স্বাস্থ্যকর্মীর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে স্থানীয় লোকজনের মধ্যে। মুখে আঘাতের চিহ্ন ও গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি মাটিতে পড়ে থাকতে দেখে রীতিমত চাঞ্চল্য শুরু হয়েছে স্থানীয় লোকজনের মধ্যে। এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পারুই থানার পুলিশ।