শুভময় পাত্র,বীরভূম:- ছেলের সাথে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধা মায়ের। ঘটনাটি ঘটেছে বীরভূমের আমোদপুর থানার অন্তর্গত জগন্নাথপুর মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধা মাকে নিয়ে তার ছেলে সাইকেলে করে মানিকপুরের আত্মীয়র বাড়ি থেকে নিজের বাড়ি সাহাপুর এর দিকে রওনা হচ্ছিলেন।
বাড়ি ফেরার পথে জগন্নাথপুর মোড়ে সিউড়ি থেকে কিন্নাহার গামী ১০ চাকা লরি সাইকেল আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা মায়ের গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে সিউড়ি মেডিকেল কলেজ হসপিটাল এ চিকিৎসার জন্য পাঠানো হয়।
আমোদপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃত দেহকে সিউড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনায় বেশ কিছুক্ষণ সিউড়ি কীর্ণাহার রোড অবরোধ করেন স্থানীয় লোকজন। পরে আমোদপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।