সংবাদাতা পূর্ব বর্ধমান:- বীরভুমের রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার প্রতিবাদে পথে নামল বর্ধমান জেলা বিজেপি।এদিন বিকেলে জেলা সভাপতির নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয় বীরহাটা থেকে। জি টি রোড পরিক্রমা করে কার্জনগেটের কাছে উপস্থিত হয়। সেখানে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ অবরোধ চলে।দলের জেলা সভাপতি অভিজিৎ তা বলেন; 'যেভাবে নরসংহার চলছে তাতে এই রাজ্য সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তিনি বর্ধমানের তুহিনা কান্ডে অভিযুক্ত কাউন্সিলরকে গোপনে শপথবাক্য পাঠ করানোর প্রতিবাদ জানান।'