তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক সেনা জওয়ানের শেষ কৃত্য সম্পন্ন হলো সোমবার কাঁকসার বিরুডিহা বাস স্ট্যান্ড সংলগ্ন শ্মশানে।সেনা সূত্রে জানা গেছে পানাগড় বায়ু সেনা ছাউনিতে কর্মরত ছিলেন হন্স রাজ শৰ্মা নামের ওই বায়ু সেনা জওয়ান।
রবিবার ছুটি কাটিয়ে বাড়ি থেকে রাজধানী চেপে দিল্লি থেকে দুর্গাপুরে নামার কথা ছিলো সকালে।কোনো কারণে তিনি দুর্গাপুরে নামতে না পেরে বর্ধমান স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের তলায় পড়ে যান।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সেনা জওয়ানের।
মৃতদেহ ময়নাতদন্তের পর সোমবার বিরুডিহা শ্মশানে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি গান স্যালুট দেওয়া হয়।পানাগড় বায়ু সেনা জওয়ানরা ছাড়াও পরিবারের সদস্যরা এদিন শ্মশানে উপস্থিত ছিলেন।