তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই কাঁকসার রাঢ়েশ্বর শিব মন্দিরে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ।বিশ্ব থেকে যাতে করোনা মুক্ত হয় শিবের কাছে সেই প্রার্থনা নিয়েই মঙ্গলবার সকাল থেকেই শিবের মাথায় জল ধরলেন বহু ভক্ত। প্রতিবছরের মতো প্রাচীন এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো।
কাঁকসার বামুনারা এলাকার বহু প্রাচীন এই মন্দিরে মঙ্গলবার সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়লেও বেলা যত বাড়ে ততই উপচে পড়ে ভক্তদের ভিড়। মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। কাঁকসার বাসিন্দারা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রাচীন এই মন্দিরে ভিড় জমান ভক্তরা।
বেলা বাড়তেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমায় সেখানে কড়া নজরদারি শুরু করে কাঁকসা থানার পুলিশ কর্মীরা।ভক্তরা জানিয়েছেন তারা প্রতি বছর এই মন্দিরে শিবের মাথায় শিবরাত্রি উপলক্ষে জল ঢালেন। অনেকেই এই মন্দিরে জল ঢালেন এবং নানান মানসিক করেন সেই মত মানসিক পূরণ হলে আবার আসন জল ঢালতে শিবের মাথায়।