শুভময় পাত্র,বীরভূম:- রাজ্য পৌর নির্বাচন কে প্রহশন বলে কটাক্ষ সিপিআইএমের । সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে দুর্নীতির আভিযোগ তুলে আজ পথে নামলেন বীরভূমের সিপিআইএমের কর্মী সমর্থকেরা । এদিন বোলপুরের চিত্রামোড়ে দলীয় পতাকা নিয়ে বিক্ষভ দেখায় সিপিআইএম । ২৭ শে ফেব্রুয়ারী রাজ্যে ১০৮ পৌরসভায় নির্বাচন ছিলো ।
আর এই নির্বাচনে শাসক দল তৃনমূল কংগ্রেস যে ভাবে নির্বাচন কাৰ্য্য চালিয়েছেন তা গনতন্ত্র বিরোধী বলে মনে করছেন সিপিআইএম । একই ভাবে ছাত্রনেতা আনিশ খান এর মৃত্যুর সিবিআই তদন্তের দাবী করে শাসক দল তৃনমূল কংগ্রেসের গাফিলতির কথা তুলেও এদিন বিক্ষোভ দেখায় ।