শুভময় পাত্র,বীরভূম:- এবার অচলাবস্থার পথে বিশ্বভারতী। পাঠভবনে পঠন পাঠন বন্ধ করে তালা ঝুলিয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা। বেশ কিছুদিন ধরে বিশ্বভারতীতে শুরু হয়েছে ছাত্র আন্দোলন। তিন দফা দাবি নিয়ে দফায় দফায় চলছে ছাত্র আন্দোলন। কিন্তু এখনো পর্যন্ত ছাত্র আন্দোলনের কোন রকম সুরাহা বিশ্বভারতী কর্তৃপক্ষ দিতে পারেনি।
ছাত্রদের দাবি অবিলম্বে হোস্টেল খুলে দিতে হবে অনলাইনে পরীক্ষা নিতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পিছোতে হবে। এই তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতীতে বেশ কিছুদিন ধরেই চলছে ছাত্র আন্দোলন। আজকে সেই আন্দোলন চরম আকার ধারণ করে। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সন্তোষ পাঠশালার গেট টপকে ভিতরে ঢুকে পড়ে।
পাঠভবনের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে ঢুকে বিক্ষোভ চালাই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। বন্ধ করে দেয়া হয় পাঠভবন অফিস। তালা ও লোহার শেকল নিয়ে বিভিন্ন দপ্তর বন্ধ করতে উদ্যত হয় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। বিভিন্ন ভবন কার্যত বন্ধ করে দেয় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা পাশাপাশি বিশ্বভারতীর কর্মসচিব কেউ ঘেরাও করে আন্দোলন কারী ছাত্র ছাত্রীরা। এদিনের এই আন্দোলনে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ যৌথভাবে এই ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াই। কার্যত অচলাবস্থা সৃষ্টি হয় বিশ্বভারতী চত্বর।