তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সারা পশ্চিমবঙ্গের মানুষের সুখ শান্তি কামনা করে বুধবার সন্ধ্যায় কাঁকসার দান বাবা মাজারে চাদর চাপিয়ে প্রার্থনা করলেন দুর্গাপুর পৌরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়,এছাড়াও এদিন তার সঙ্গে ছিলেন কাঁকসা ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা অশোক মুখার্জী, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস, তৃণমূল নেতা আলম খান সহ এলাকার বিশিষ্টজনেরা।
প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন প্রতি বছর তিনি দান বাবার মাজারে চাদর চাপিয়ে পুজো দিয়ে সমস্ত রাজ্যবাসীর সুস্থ শরীর এবং সকলে যাতে সুখে শান্তিতে বসবাস করে সেই কামনা করেছেন দানবাবার কাছে।পশ্চিমবঙ্গ যাতে উন্নয়নমুখী হয় সেই কারণে এদিন তিনি দান বাবার কাছে চাদর চাপিয়ে এই কামনা করেন।
প্রতি বছরের মতো এ বছরও মহা ধুমধামে দান বাবার উরস উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। গত ৯ই মার্চ থেকে শুরু হওয়া মেলা চলে প্রায় ১০দিন ধরে।