নীলেশ দাস আসানসোল:- লোকসভাকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক। বুধবার আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং,বিজেপি জেলা সভাপতি দিলীপ দে,দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই,প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি,নির্মল কর্মকার,বিদ্যাসাগর চক্রবর্তী,কাউন্সিলাররা।
এদিন ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,'পশ্চিবঙ্গ তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্য আসানসোল তৃণমূলের কাছে কোনো প্রার্থী নেই। যাকে বিহার থেকে নিয়ে আসা হয়েছে। যিনি বিজেপির কাছে হেরে গেছে। তাকে আসানসোলে এনে প্রার্থী করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এত খারাপ অবস্থা কি করে হয়েগেলো তা বুঝতে পারছিনা।
শত্রুঘ্ন সিনহাকে এনে এখানে প্রার্থী করা হলো। বাংলায় কোনো প্রার্থী নেই,বাংলায় তাদের কাছে শক্তি নেই। তৃণমূল টা প্রাইভেট কোম্পানি তার জন্যেই প্রথমেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তৃণমূলের প্রার্থী ঘোষণা তো একজনই করে। আমাদের অনেকরকম সিস্টেম রয়েছে সেই সিস্টেমে প্রার্থী ঘোষণা করা হয়।'