সোমনাথ মুখার্জী, লাউদোহা : - প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জামগড়া গ্রামের অদূরে শুক্রবার আগুন লেগে পুড়ে নষ্ট হলো কয়েক হাজার আম, কাঁঠাল সহ অন্যান্য গাছ। শুক্রবার বেলা দেড়টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থেকে দমকলের একটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায় ২০১৯/২০ সালের আর্থিক বছরে প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া এলাকায় প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয় বিশাল বাগান । সরকারি জমিতে সেই বাগানে লাগানো হয় আম-কাঁঠাল ইউক্লিপটার সহ অন্যান্য ৩৬৫০-টি গাছ । গাছগুলো ইতিমধ্যে বেশ বড় হয়েছিল।
এদিন আগুনে সমস্ত গাছ পড়ে নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায়। তিনি জানান এদিন বেলা দেড়টা নাগাদ স্থানীয়রা খবর দেয় বাগানে আগুন লাগার । সাথে সাথে বিষয়টি বিডিও কে জানাই । তিনি দমকল কে খবর দেন । কি করে আগুন লাগল বিষয়টি পরিষ্কার নয় কারো কাছে।