সোমনাথ মুখার্জী,রানীগঞ্জ:- ট্রাক্টারের ধাক্কায় পলিটিক্যাল সাইন্সে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রীর দুর্ঘটনা কে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল রাণীগঞ্জ (Raniganj) বল্লভপুরের সাহেবগঞ্জ এলাকায়। এদিন আহতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে ওই বালি বোঝাই ট্রাকটি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে।
এদিন এই ঘটনার পরই গুরুতর আহত ওই ছাত্রীকে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালের এই দুর্ঘটনার ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে এখনও বল্লভপুর সাহেবগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ও পঞ্চায়েতের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন।
এলাকাবাসীদের দাবি বেপরোয়া ট্রাক্টর চালানোর জেরেই এই দুর্ঘটনা। বিক্ষোভকারীরা দাবি করেছে অবিলম্বে এই রাস্তাদিয়ে বালির গাড়ি যাতায়াত বন্ধ হোক।আহত ছাত্রীর নাম পারমিতা বাউরি বলে জানাগেছে।