নীলেশ দাস আসানসোল:-আসানসোল উত্তর থানার সেনরেলের আবাসনে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে, গরম পড়ার সাথে সাথে সেই সমস্যা তীব্র আকার ধারণ করছে মঙ্গলবার দুপুরে সেনরেলবাসীরা একত্রিত হয়ে পি এইচ ই দপ্তরে কর্মীদের বার করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়।
অর্চনা তিওয়ারি নামে সেনরেলবাসীর বক্তব্য দীর্ঘ পনেরো বছর ধরে তারা জল কষ্টে ভুগছেন, সকাল থেকে উঠে চিন্তা হয় জলের এখানে পিএইচই র কলে বেলা তিনটার সময় পনেরো মিনিটের জন্য জল আসে অথচ গোবিন্দপুর, কল্যানপুরে ঠীক মতো জল পায়। জলের সমস্যা সমাধানের জন্য তাদের এই বিক্ষোভ।
পিএইচই আধিকারিক জানান গরমে পাণীয় জল না পেলে সাধারণ মানুষের মনে ক্ষোভ আসতে পারে তবে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে জলাধারের কাজ আগামী দশদিনের মধ্যে শেষ হয়ে গেলে এলাকার জল সমস্যা থাকবে না। দামোদর নদীতে কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখানে জলাধারের জল সরবরাহ করার সংযোগ বাকী রয়েছে সেগুলো দশদিনের মধ্যে শেষ হয়ে যাবে। কাউন্সিলর শ্যাম সোরেন জানান দীর্ঘদিন ধরে জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসী পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।