নীলেশ দাস ,আসানসোল:-কুলটি কলেজে দোল উৎসব পালন,উৎসবে বার্তা যুদ্ধ নয় শান্তি চাই।পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার কুলটি কলেজ ছাত্র সংসদ এর পক্ষে কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে দোল উৎসব পালন করা হয়। যেখানে যুদ্ধ নয় শান্তি চাই - বার্তা নিয়েই অর্থাৎ শান্তির বার্তা পায়রা উড়িয়ে বিশ্বশান্তি বার্তা দিয়ে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানিত করে কলেজ প্রাঙ্গণে দোল উৎসব পালন করে তৃণমূলের ছাত্র সংসদ।
এদিনের অনুষ্ঠানে আকর্ষণের বিষয় ছিলো রঙের হাড়ি ভাঙ্গা। একদিকে রঙে আবিরে মেখে একাকার। পাশাপাশি কলেজ প্রাঙ্গণে বাংলা ব্যান্ডের অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের কাউন্সিলর পুনম দেবী। শতাব্দি ভান্ডারী সৌরভ মাঝি, উকিল দাস তাছাড়া কুলটির তৃণমূলের নেতৃত্বরা। পাশাপাশিকুলটি কলেজ ছাত্র সংসদের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের ছাত্রনেতা যতীন গুপ্তা, সৌরভ ঘোষাল, তুলসীদাস সহ আরো অনেকেই।