নীলেশ দাস, আসানসোল :-আসানসোল লোকসভা উপনির্বাচনে বাম প্রার্থী পার্থ মুখার্জির সমর্থনে আসানসোলের জুবিলি মোড়ে দেওয়াল লেখন করলো সিপিএম। বৃহস্পতিবার এই দেওয়াল লেখন করা হয়েছে। জানা গিয়েছে বুধবার কোলকাতা থেকে রাজ্য বাম নেতৃত্বদের তরফে আসানসোল লোকসভা উপনির্বাচনে বাম প্রার্থী হিসেবে পার্থ মুখার্জির নাম ঘোষণা করা হয়েছে।
তাই এদিন আসানসোলের জুবিলি মোড়ে সিপিএমের তরফে বাম প্রার্থী পার্থ মুখার্জির সমর্থনে দেওয়াল লেখন করা হয়েছে।এই দেওয়াল লেখনের পর প্রচার শুরু করলো সিপিএম।