নীলেশ দাস, আসানসোল :-বঙ্গ জননীর বসন্ত উৎসব আসানসোলের রবীন্দ্র ভবনে। একে অপরকে আবির মাখিয়ে মিষ্টিমুখ করে নিত্য পরিবেশন। তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননীর পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়।বৃহস্পতিবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। এদিন বঙ্গ জননী মহিলারা একে অপরকে আবির ও মিষ্টি মুখ করে আবির খেলায় মেতে উঠে।
পাশাপাশি মিষ্টিমুখ আবির খেলার সাথে নৃত্য পরিদর্শন করে। এদিন এই উপলক্ষে নিত্য করতে করতে রবীন্দ্র ভবন থেকে ভগৎ সিং মোড় হয়ে আবার রবীন্দ্র ভবনে গিয়ে শেষ হয়। বঙ্গ জননীর পশ্চিমবঙ্গ তৃণমূলের সভাপতি আলপনা ব্যানার্জী বলেন,প্রতি বছরের মতো এই বছরেও বসন্ত উৎসব পালন করলাম। প্রতিটা ব্লকে ব্লকে দোল উৎসব পালন করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত পলাশ ফুলকে কুচি করে এই বসন্ত উৎসব পালন করলাম বলে জানান তিনি।