তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বন সম্পদ রক্ষা করতে কাঁকসার বিভিন্ন আদিবাসী গ্রামে বনদপ্তরের পক্ষ থেকে সরকারি নির্দেশ নামা লাগিয়ে প্রচারে নামলেন কাঁকসা বনবিভাগের আধিকারিকরা।বনদপ্তর এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করে বোর্ড লাগিয়ে জানানো হয়েছে বন্যপ্রাণী শিকার করা, বনে আগুন লাগানো, গাছ কাটা, কাঠ চুরি ও বনের জমি দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ ।এসব থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে বনদপ্তর এর পক্ষ থেকে।বনদপ্তর এর পক্ষ থেকে যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বন বিভাগ।
কাঁকসা বনবিভাগের বিট অফিসার সন্দীপ ঘোষ জানিয়েছেন কাঁকসা ব্লকের বন সম্পদ রক্ষা করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বন দফতর।ইতিমধ্যে কাঁকসার ত্রিলোক চন্দ্রপুর এলাকার জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের বন বিভাগের পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়েছে।
পাশাপাশি জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে এলাকার মানুষের সাথে বৈঠক করে এলাকার মানুষ ও এলাকার পড়ুয়াদের জঙ্গল রক্ষা করার জন্য এগিয়ে আসার আবেদন করা হয়েছে।তিনি জানিয়েছেন সরকারি নির্দেশ যদি কেউ না মেনে জঙ্গলের সম্পদ নষ্ট করে বা চুরি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে বন বিভাগের আইন অনুযায়ী করা পদক্ষেপ গ্রহণ করা হবে।