তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দুর্গাপুরের ছায়াসূর্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কাঁকসার আমলাজোরা এলাকার ক্যানেল পাড়ে বৃহস্পতিবার থেকে শুরু হল 'গাছতলায় পাঠশালা'।মূলত আমলাজোরা এলাকায় ক্যানেল পাড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ দের বসবাস। সেই সমস্ত বাসিন্দাদের পরিবারের ছেলেমেয়েদের নিয়ে শুরু হয়েছে 'গাছতলায় পাঠশালা'।
উদ্যোক্তারা জানিয়েছেন এলাকার বহু আদিবাসী মানুষের সামর্থ্য নেই ছেলেমেয়েদের ভালোভাবে পড়াশোনা করানোর কিংবা টিউশন ফিস দেওয়ার মতো অনেকের আর্থিক সামর্থ্য নেই। সেই কারণে ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের নিয়ে বিনা খরচে পড়াশোনা শেখার সুযোগ করে দিয়েছেন তারা খোলা আকাশের নিচে গাছের ছাওয়ায়।স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।