সোমনাথ মুখার্জি পাণ্ডবেশ্বর :- সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়ক খোট্টাডিহি মোড়ের কাছে ইসিএলের খোলামুখ খনি সোনপুর বাজারির এক বেসরকারি কয়লা পরিবহনের লরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে।চলন্ত গাড়িতে এভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে সৌভাগ্যবশত চালক ও খালাসির কোনো ক্ষয়ক্ষতি হয়নি ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিটের কারণেই এই আগুনের ঘটনা । গাড়িতে আগুনের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই চালক ও খালাসি গাড়ি ছেড়ে পালিয়ে যায় ।গাড়ি থেকে কিছুদূর যেতেই দাউদাউ করে জ্বলে ওঠে লরিটি ।
এই ঘটনায় কিছুক্ষণের জন্য ৬০ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ।ঘটনাস্থলে পৌঁছায় বন বহাল ফাঁড়ি ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।ইসিএলের সোনপুর বাজারি খোলামুখ খনির এক আগুন নির্বাপক মেশিন এনে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।