তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননীর কাঁকসা ব্লকের কমিটি গঠন হওয়ার পর সোমবার কাঁকসার রেলপারে বঙ্গজননীর মহিলা কর্মী সমর্থকদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো।এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের বঙ্গজননীর সভানেত্রী স্বপ্না বৈদ্য,উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কার্যকরী সভানেত্রী শ্রীনন্দা রায় মহান্তি সহ কাঁকসার বিভিন্ন অঞ্চলের কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লকের বঙ্গজননীর সভানেত্রী স্বপ্না বৈদ্য জানিয়েছেন বঙ্গজননীর দায়িত্ব পাওয়ার পর প্রথম বার কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বিশেষ করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের মহিলা কর্মী সমর্থকদের বিশেষ করে বঙ্গজননীর সমস্ত কর্মীদের ভূমিকা কি থাকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন।
ব্লক এর কার্যকরী সভানেত্রী শ্রীনন্দা রায় মহান্তি জানিয়েছেন আগামী পঞ্চায়েত নির্বাচনে বঙ্গজননীর মহিলারা বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি রয়েছে তার মধ্যে বিশেষ করে লক্ষীর ভান্ডার প্রকল্প এবং স্বাস্থ্য সাথী কার্ড এর প্রকল্পের সুবিধা গুলো তুলে ধরবেন সকলের কাছে। তাদের আশা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে।