তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রবিবার সকাল থেকে কাঁকসার দু নম্বর কলোনি সংলগ্ন এলাকার একটি রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে দু নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে যায় সকাল থেকে। স্থানীয়রা জানিয়েছেন বনদপ্তরের অধীনে থাকা জায়গাটি বনদপ্তর থেকে রবিবার সকালে বাঁশের তৈরি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। যার কারণে রাস্তা দিয়ে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কোন গাড়ি বের হতে পারছে না।
কাঁকসার দু নম্বর কলোনি সংলগ্ন শ্মশান কমিটির দাবি রাস্তাটি বনদপ্তর এর অধীনে থাকার কারণে বনদপ্তরের পক্ষ থেকে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। তবে এই রাস্তা দীর্ঘদিন ধরে মন্দির কমিটি রক্ষণাবেক্ষণ করে আসছে।তাই মন্দির কমিটি এবং বনদপ্তর যৌথভাবে এই রাস্তা বন্ধ করেছে।
কাঁকসার দু নম্বর কলোনি সংলগ্ন বনদপ্তর এর বিট অফিসার জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ বনদপ্তর এর কাছে কোন রকম এন ও সি নেয় নি যার কারণে বনদপ্তর এর অধীনে থাকা রাস্তাটি তারা বন্ধ করেছে।
ইতিমধ্যে পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত দু নম্বর জাতীয় সড়কের উপর ছয় লেনের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে কারখানার ভেতরে ঢোকার প্রধান রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে বন্ধ রয়েছে দু নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ।