তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রবিবার ভোর রাত্রে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল গাড়ির চালক।দুর্ঘটনাটি ঘটেছে দু নম্বর জাতীয় সড়কে কাঁকসার বিরুডিহা সংলগ্ন এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে একটি ছোট গাড়ি কলকাতা থেকে আসানসোল যাবার পথে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়েছিল।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাঁকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত গাড়ির চালককে উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আহত চালকের নাম সৌগত মুখার্জি।
পুলিশের অনুমান ছোট গাড়ির চালক সম্ভবত ভোর রাত্রে ঘুমিয়ে পড়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে কোনো লরির পেছনে ধাক্কা মারার ফলে দুর্ঘটনাটি ঘটেছে।দুর্ঘটনার জেরে দুই নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে