তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-মঙ্গলবার কাঁকসার রথ তলায় অবস্থিত কংকেস্বর রাজার আমলের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিলো চোখে পড়ার মত। বেলা যত বাড়ে ততই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে উপচে পরে ভক্তদের ভিড়।কারণ কংকেস্বর রাজার আমলে তৈরি বহু প্রাচীন এই মন্দির বহু বছর ধরে মহা ধূমধামে শিবরাত্রির দিনে শিবের পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কংকেস্বর রাজার নামেই ব্লকের নামকরণ করা হয় কাঁকসা। সেই রাজার আমল থেকে কাঁকসা সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢালতে মন্দিরে ভিড় জমান।স্থানীয় বাসিন্দা দেবাশীষ মজুমদার জানিয়েছেন করোনার জন্য দু বছর কোনো ভাবে পুজোর আয়োজন করা হয়েছিলো।এবছর তবুও পুজোর আয়োজন করা হলেও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে।