তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মঙ্গলবার কাঁকসার ত্রিলোক চন্দ্রপুর এলাকার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত ব্যক্তির নাম মাধাই বাগদি (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার ত্রিলোক চন্দ্রপুর অঞ্চলে ১০০ দিনের কাজ চলছিলো। ১০০ দিনের শ্রমিকরা জঙ্গল থেকে পচা দুর্গন্ধ পেয়ে জঙ্গলের ভিতরে ঢুকে এক ব্যক্তির মৃতদেহ ঝুলে থাকতে দেখে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পরনের পোশাক দেখে গ্রামের মানুষ মৃতদেহ শনাক্ত করে। কাঁকসার ত্রিলোক চন্দ্রপুরের বাসিন্দা মাধাই বাগদি জঙ্গলের ভিতরে ঢুকে আত্মহত্যা করেছে নাকি এর পেছনে কোনো কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।