Type Here to Get Search Results !

BARDHAMAN: বীরভূমের রামপুরহাটের নৃশংস ঘটনার প্রতিবাদে বর্ধমানে জেলা বামফ্রন্ট এর আইন অমান্য কর্মসূচী



সংবাদাতা, পূর্ব বর্ধমান:- বীরভূমের রামপুরহাটে (Rampurhat) নৃশংস গনহত্যার প্রতিবাদ করল পূর্ব বর্ধমান (East Bardhaman) জেলা বামফ্রন্ট। তৃনমূল, পুলিশের যৌথ আতাঁত ভেঙে আইনের শাসনের প্রতিষ্ঠা  সহ ১২দফা দাবীতে আইন অমান্যর ডাক দিয়েছিল  বামপন্থী সংগঠন গুলি।সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানে ২২মার্চ আইন অমান্য কর্মসূচী নেওয়া হয়েছে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে। 


মঙ্গলবার দুপুরে বর্ধমানের স্টেশন থেকে বামপন্থী সংগঠন গুলি মিছিল করে কার্জনগেট চত্বরে এসে আইন অমান্য কর্মসূচীতে অংশগ্রহন করে। বাম সংগঠন গুলির এই কর্মসূচীতে বিশৃঙ্খলা এড়াতে বিশাল পুলিশী বাহিনী মোতায়েন করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এদিন আন্দোলনকারীরা পুলিশের তৈরী ব্যারিকেড একের পর এক ভেঙে দিয়ে এগিয়ে যায়। এরপরই জেলা পুলিশ আন্দোলনকারীদের আটক করে। 


বাম সংগঠন গুলির পক্ষ থেকে সিপিএম নেতা অমল হালদার বলেন, 'সময় পেরলেও আমতার আনিস খানের খুনের দোষীদের শাস্তি হলনা। বর্ধমানের তুহিনা খাতুনের  অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর এসডিও অফিস এসে শপথ নিচ্ছে।বীরভূমের রামপুরহাটে উপপ্রধানের মৃত্যুর বদলা নিতে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে প্রায় ১০জনকে পুড়িয়ে মারা হয়েছে । এর থেকে পরিষ্কার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পরেছে। পুলিশ শাসক দলের দল দাসের কাজ করে চলেছে। সেই সঙ্গে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সহ বিভিন্ন দাবীতে এই অমান্য কর্মসূচী।'

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad