সংবাদাতা,পূর্ববর্ধমান:- নাকাচেকিংয়ের সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই বিপুল অঙ্কের টাকার উৎস সম্পর্কিত নথিপত্র দেখাতে না পারায় সমগ্র টাকা সিজ করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সিজ করা টাকা আয়কর বিভাগের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের নির্দেশ মেনে রুটিনমাফিক নাকাচেকিং চালাচ্ছে ভাতার থানার পুলিশ। মঙ্গলবার সকালের দিকে ভাতারের আলিনগর চৌরাস্তার মোড়ের কাছে ভাতার থানার পুলিশবাহিনী নাকাচেকিং করছিল। সেসময় একটি চারচাকা গাড়ি নতুনহাটের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। ওই গাড়িটি আটকে পুলিশ চেকিং শুরু করে।
ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন গাড়িটি তল্লাশি চালানোর সময় টাকার বাণ্ডিল ভর্তি দুটি ব্যাগ দেখতে পাওয়া যায়। গাড়িতে থাকা ব্যক্তিদের ওই টাকার হিসাব সম্পর্কিত নথিপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তারা টাকার উৎস সংক্রান্ত কোনও তথ্য দেখাতে পারেনি। দেখা যায় দুটি ব্যাগ মিলে মোট ৫৯ লক্ষ ৪০ হাজার টাকা রয়েছে। সমগ্র টাকা সিজ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় ওই টাকার মালিক কেতুগ্রামের এক ব্যবসায়ী। পুলিশ আয়কর দফতরের সঙ্গে যোগাযোগ করে সরকারি আইন মেনে সমগ্র টাকা আয়কর বিভাগের হাতে হস্তান্তর করে দেয় বলে জানা গিয়েছে।