তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-জলাশয় ভরাট করে বেআইনি ভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠলো কাঁকসায়।কাঁকসার থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাঁকসা শের পুরে ওই জলাশয়ে প্রথমে মাটি ভরাট করে তার উপরে গত কয়েকদিন ধরে বেআইনি ভাবে বাড়ি নির্মাণের অভিযোগ ওঠে।
এলকার মানুষ অবৈধ নির্মানের বিরুধ্যে রুখে দাঁড়িয়েছেন। স্থানীয়দের অভিযোগ গত ৯ই মার্চ এলাকার বাসিন্দারা এই বিষয়ে কাঁকসা থানা,কাঁকসা বিডিও,ও কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় নি। যার কারণে রাতের অন্ধকারে বেআইনি ভাবে চলছে অবৈধ নির্মাণকাজ।
শনিবার সকালে ফের ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দারা জমায়েত করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন তিনি বিষয়টি জানতে পেরেছেন।তবে প্রশাসন প্রশাসনের মত কাজ করবে। কোনো কারণে হয়তো প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করতে দেরি হয়েছে তবে তারা প্রশাসনকে জানাবেন দ্রুত এই ঘটনায় যারা দোষী আছে তারা যাতে যথোপযুক্ত শাস্তি পায়।