সংবাদদাতা, লাউদোহা :- হোলি-র দিন বিকেলে পথ দুর্ঘটনায় আহত দুই । শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ইচ্ছাপুর পঞ্চায়েতের বাঁশগোড়া এলাকায় । শনিবার হোলির দিন বিকেল পাঁচটা নাগাদ পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন দুই ব্যক্তি । স্থানীয় সূত্রে জানা যায় বাঁশগড়া এলাকায় সুইফট ডিজার গাড়ি সাথে মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় মারাত্মক জখম হন বাইক আরোহী মনু বণওয়াল ও উৎপল বাউড়ি নামে দুইজন । আহত মনু বর্ণয়ালের বাড়ি পাণ্ডবেশ্বর থানার কলেজ পাড়া এলাকায় । উৎপল বাউরী তিলাবুনির বাসিন্দা । স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে পুলিশ ।
পথ দুর্ঘটনায় আহত দুই
March 19, 2022
0