তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকে বন্ধের বিরোধিতায় মিছিল করল তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা।এদিন বাঁশকোপা শিল্প তালুকের ইপি আই পি গেট থেকে মিছিল শুরু করে সমগ্র বাঁশকোপা এলাকার কারখানার গেটের সামনে প্রদক্ষিণ করে মিছিলটি।
এদিন বাঁশকোপা শিল্প তালুকের যে সমস্ত বেসরকারি কারখানাগুলি হয়েছে সেই সমস্ত কারখানার তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা মিছিলে যোগ দেয়।মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক এবং অঞ্চলের নেতৃত্বরা।
তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা জানিয়েছেন তারা এই বন্ধ কোনভাবেই মেনে নিচ্ছেন না। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে শিল্পের প্রসার ঘটেছে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বন্ধ হলে রাজ্যের অনেক ক্ষতি হবে। তাই সোমবারে যেমন বন্ধের বিরোধিতা জানানো হয়েছে মঙ্গলবার ও বন্ধের বিরোধিতায় পথে নামবে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। তবে এদিন বাঁশকোপা শিল্প তালুকের সমস্ত কারখানায় শ্রমিকদের উপস্থিতির হার ছিল অন্যান্য দিনের মতোই।