সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট এর দ্বিতীয় দিনেও কোন সাড়া পড়ে নি বর্ধমানে।সকাল থেকেই অন্যান্য দিনের মতই পাইকারী সবজী বাজার ও মাছের বাজার খোলা আছে।সকাল থেকেই সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও পথে নেমেছে। জনজীবন একেবারে স্বাভাবিক।