সংবাদদাতা,অন্ডাল:- আগামী ১২ ই এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন । নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে । শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন । ইতিমধ্যেই কমিশনের তরফে জারি করা হয়েছে একগুচ্ছ বিজ্ঞপ্তি । অবাধ নির্বাচন করতে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর দল ।
বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ । সোমবার সন্ধ্যায় অন্ডাল ব্লকের খাঁদরা ও উখরায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ । এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চে ছিলেন এসিপি অন্ডাল তহীদ আনোয়ার ,অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী ও উখরা আউট পোস্টের আইসি নাসরীন সুলতানা ।