শুভময় পাত্র,বীরভূম:- মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালের ৫ তলা থেকে ঝাঁপ চিকিৎসারত রোগীর। বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত কোরগ্রামের মোহাম্মদ শাহ নামে এক যুবক গত ৪ই মার্চ কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় ভর্তি করেন রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে।
এদিন বাড়ির লোকজন ও হসপিটাল কর্মীদের দৃষ্টি এড়িয়ে বেলা বারোটা নাগাদ হসপিটালের পাঁচ তলা ছাদ থেকে ঝাঁপ মেরে পুনরায় আত্মহত্যা করার চেষ্টা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহাম্মদ শাহ নামে এই যুবকের। ক্ষুব্ধ মৃতের পরিবারের লোকজন হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি অভিযোগ তুলে ভাঙচুর চালায় হসপিটাল। রামপুরহাট থানার পুলিশ উত্তেজিত বাড়ির লোকজন কে নিয়ন্ত্রণে আনে হসপিটালের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে রামপুরহাট থানার পুলিশ।