সংবাদাতা,পূর্ববর্ধমান:- বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় মৃত হয়েছে ২ জনের।২ জন আহত হয়েছে ।পূর্ববর্ধমানের (East Burdwan) মেমারী থানার তক্তিপুর মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর রাস্তায় স্প্রিড ব্রেকারের দাবীতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।পরে পুলিশী আশ্বাসে অবরোধ ওঠে।
মেমারী (Memari) থেকে সাতগাছিয়ার দিকে একটি চারচাকা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মেমারীর তক্তিপুর মোড় এলাকায় উল্টোদিক থেকে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় ৪ জন যাত্রী।তাদের উদ্ধার করে মেমারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জন চিকিৎসাধীন।