তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে কাঁকসার সেখপাড়া থেকে মৌন মিছিল করলো কাঁকসা ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা।এদিন মিছিলে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি,পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সম্পাদক দেবাশীষ বিশ্বাস,কংগ্রেস নেতা ইন্দর কুমার মেহের,কংগ্রেস নেতা সফিকুল রহমান,সহ অন্যান্যরা।এদিন কাঁকসার শেখ পাড়া থেকে মৌন মিছিল শুরু করে কাঁকসার হাট তলা রথ তলা ঘুরে এসে মিছিল শেষ হয় কাঁকসার শেখ পাড়ায়। মিছিল শেষে সেখানে একটি পথ সভা করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলে বলেন 'তাকে যে রাজ্যের পুলিশ কর্মীরা হত্যা করেছে।সেই রাজ্যের পুলিশই তার মৃত্যুর তদন্ত করছে সেটা না করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।'
পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন 'আনিস খানের মৃত্যুর পরে তার নামে নানান অভিযোগ ওঠে আসছে।আসলে তার মৃত্যুর ঘটনার তদন্তে যাতে সত্য না উঠে আসতে পারে তাই সত্য ঢাকতে এই কৌশল নেওয়া হয়েছে।'