তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ফাইলেরিয়া রোগ নির্মূল করতে সোমবার থেকে শুরু হলো অভিযান। সোমবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএম ও এইচ নিজেই এই রোগের ওষুধ খেয়ে ফাইলেরিয়া রোগ নির্মূল করার অভিযানের সূচনা করেন।
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও এইচ ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন আজ থেকে অর্থাৎ ১৪ মার্চ ২৪ মার্চ পর্যন্ত চলবে এই অভিযান।কাঁকসার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ওষুধ খাওয়াবেন স্বাস্থ্য কর্মীরা। অন্তঃসত্ত্বা মহিলা,যাদের হার্ট-এর অসুখ ও অতিমারীতে ভুগছেন তারা বাদে দু বছরের উর্ধে সকলকে এই ওষুধ দেওয়া হবে বলে জানান বিএমও।
কারণ এই সময়ে মানুষের শরীরে এই জুবাণু সক্রিয় হয়ে ওঠে। ফলে ফাইলেরিয়া রোগের প্রকোপ যাতে এলাকায় না বাড়ে সেই কারণে এই রোগকে নির্মূল করতে বাড়ি বাড়ি গিয়ে সকল সাধারণ মানুষকে ফাইলেরিয়া রোগের ওষুধ খাওয়ানো হবে বলে জানান তিনি।