তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পঞ্চম দোল উপলক্ষে মঙ্গলবার পানাগর গ্রামে রাধা রশিক নগর ও রাধা শ্যামসুন্দর জিউ মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো।প্রায় তিনশ বছর ধরে দোল পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে দোল খেলায় মেতে ওঠেন গ্রামের মানুষ।
পানাগড় গ্রামের বাসিন্দা অশোক গোস্বামী জানিয়েছেন তারা নিত্যানন্দের বংশধর।নিত্যানন্দের দুটি বিয়ে।তার এক পক্ষের বংশধর হলেন তারা।তাদেরই পূর্বপুরুষেরা বৃন্দাবন যাওয়ার পথে স্থানীয় জমিদার তাদের পুজো দিয়েছিলেন।পানাগড় গ্রামে বর্তমানে যেখানে মন্দির রয়েছে সেখানে ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তাদের বংশধরেরা।পরে তাদের বংশধরেরা এই গ্রামেই বসবাস শুরু করেছিলেন। এবং এই মন্দির প্রাঙ্গনে পঞ্চম দোলের আয়োজন করেছিলেন।
সেই থেকে এই মন্দিরে পঞ্চম দোল উপলক্ষে মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয় পাশাপাশি পঞ্চম দোল উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দোল খেলায় মেতে ওঠেন গ্রামের মানুষ। তবে পঞ্চম দোল উপলক্ষে আগেরদিন গোটা গ্রাম জুরে রাধাকৃষ্ণের শোভাযাত্রা বের হয়।এবং রীতি মেনে পঞ্চম দোলের দিন মন্দির প্রাঙ্গণে দোল খেলায় মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ।