তনুশ্রী চৌধুরী,পানাগড়:- মানবতা সংগঠন এর পরিচালনায় ও আসানসোল মহাত্মা গান্ধী সেবা সংস্থার উদ্যোগে বুদবুদের কোটা গ্রামে মঙ্গলবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির (Free Eye check up camp) অনুষ্ঠিত হলো।এদিন শিবিরে কয়েকশো গ্রামের মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষার (Eye check up) পাশাপাশি তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।
উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী সেবা সংস্থার পক্ষ থেকে অঙ্কন ঘোষ ও ড. প্রেম কুমার বার্নওয়াল এবং মানবতা সংগঠন এর পক্ষ্য থেকে গৌরব ভান্ডারী, বিশ্বম্ভর গুইন, মনোজ অধিকারী, শুভদীপ দাস সহ অন্যান্যরা।
উদ্যোক্তারা জানিয়েছেন চোখ মানুষের ঈশ্বরের কাছ থেকে পাওয়া সুন্দর উপহার। এই উপহার অনেক সময় সামান্য ভুলের জন্য নষ্ট হয়ে যায়। তাই এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য নিজের চোখ দ্বারা সুন্দরভাবে উপভোগ করার উপযুক্ত করতে আমাদের সামান্য প্রচেষ্টা। সবারই চোখ ভাল থাকুক সবাই এই সৌন্দর্য্য উপভোগ করুক এই তাদের কামনা।