তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক মোটর সাইকেল আরোহী।ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের দার্জিলিং মোড়ে ,পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর।গুরুতর আহত ওই মোটর সাইকেল আরোহীর নাম কানাই রুইদাস,তার বাড়ি কাঁকসার সুঁন্দিয়ারা গ্রামে।
জানা গেছে ওই মোটর সাইকেল আরোহী দার্জিলিং মোড় থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর মোটরসাইকেল থেকে পড়ে যায়।গুরুতর আহত অবস্থায় ওই মোটর সাইকেল আরোহীকে কাঁকসা থানার পুলিশ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।