সংবাদাতা,পূর্ববর্ধমান:- রামপুরহাটের গণহত্যা, বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর আক্রমণ,রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক বিষয়কে সামনে রেখে শহরে মিছিল করল জেলা বিজেপি। বর্ধমান শহরের টাউনহল থেকে মিছিল করে তারা বর্ধমান থানা পর্যন্ত যায়। থানার সামনে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। বিক্ষোভ শেষে বর্ধমান থানার আইসির মাধ্যমে পুলিশ সুপারের কাছে ছয় দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়।