সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) পরিকাঠামোগত উন্নয়নের জন্য জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের পরিদর্শন। সাথে ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (ADDA) প্রতিনিধি থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও মহকুমা প্রশাসন।
জানাগেছে আরো উন্নত মানের পরিষেবা শুরু হতে চলেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বেশ কয়েকটি বিশেষজ্ঞ বিভাগ শুরু হচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) , একই সাথে সরকারী এই হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটটিভ বিভাগ, কিচেন ঘর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মূল প্রবেশদারের সামনে (Durgapur News)।
এতে করে সরকারী হাসপাতালে আসা রুগীদের অনেকটা সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। খালি ঘরগুলিতে যেমন আলাদা করে ওয়ার্ড করা সম্ভব হবে ঠিক তেমনি আউটডোর চেম্বারের সংখ্যাও বাড়বে এর দরুন। সব মিলিয়ে সরকারী এই হাসপাতালের পরিকাঠামোগত মান বাড়াতে একটা সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে।
সব কিছু ঠিকঠাক চললে তিন থেকে চার মাসের মধ্যে এই ভাবনা কার্যকর করার চেষ্টা করা হবে। কাজে গতি আনতে আরো সদর্থক ভূমিকা নেওয়া হবে, যাতে করে টার্গেট টাইমের মধ্যেই পৌঁছে যাওয়া যায় লক্ষ্যে। বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) আসেন, জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা, ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়াররা (ADDA Engineers), ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।