শুভময় পাত্র,বীরভূম:- বোলপুর বিধানসভা নির্বাচনের ফলাফল কে মাথায় রেখে পৌর নির্বাচন (Municipal Election 2022) ফলাফল চিন্তা করলে হবে না, আমূল পরিবর্তনের আশা রাখছে স্থানীয় তৃণমূল (TMC) নেতা তথা এলাকার বিধায়ক রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন বোলপুর (Bolpur) মহকুমা শাসকের অফিসের সামনে ২২ টি ওয়ার্ডের মধ্যে আজ ৯টি ওয়ার্ডের মনোনয়নপত্র দাখিল করার দিন, সেই পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী।
এদিন বোলপুরের (Bolpur) বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীসহ দলীয় কর্মী সমর্থকরা প্রসেশন করে বোলপুর মহকুমা শাসকের অফিসের সামনে হাজির হন। এর মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভা চেয়ারপারসন পর্ণা ঘোষ সহ ৯টি ওয়ার্ডের মনোনীত প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকরা।
আগামী 27 এ ফেব্রুয়ারি হতে চলেছে বোলপুর পৌরসভার (Bolpur Municipality) 22 টি ওয়ার্ডের পৌর নির্বাচন, তারি মনোনয়ন পত্র দাখিলের দ্বিতীয় দিন। আগামীকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ। সেদিন আরো ১৩টি ওয়ার্ডের মনোনয়ন দাখিল পর্ব শেষ হবে।
বাকি রাজনৈতিক দলগুলিও তাদের প্রার্থীর নাম দিয়ে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু করে দিয়েছেন। একরকম বলা যেতেই পারে বোলপুর পৌরসভার পৌর নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে খেলা হবে এমনটাই স্লোগানে।