Type Here to Get Search Results !

Municipal Election 2022: বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন



সংবাদাতা,পূর্ব বর্ধমান:- মঙ্গলবার  শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন। বর্ধমান পৌরসভার (Burdwan Municipality) ৩৫ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীরা মিছিল করে গিয়ে মহকুমাশাসকের দপ্তরে উপস্থিত হন।বিধায়ক খোকন দাসের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সঙ্গে ছিল কর্মী সমর্থকরা।



পাশাপাশি গুসকরা পৌরসভার (Gushkara Municipality) ১৬ জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। বর্ধমান ও গুসকরা পৌরসভার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন বর্ধমান উত্তর মহকুমাশাসকের দপ্তরে। অন্যদিকে বর্ধমান দক্ষিণ মহকুমাশাসকের দপ্তরে মেমারি পৌরসভার (Memari Municipality) ১৬ জন তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। 



এখানে উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congressপ্রার্থী ঘোষণার পর থেকেই বর্ধমান (Bardhaman) পৌর এলাকায় বিক্ষোভ ও অশান্তি ছড়ায়। প্রার্থী বদলের দাবীতে শাসকদলের একাংশ রাস্তায় নামে। টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad