প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুর (Durgapur) ২৪ নম্বর ওয়ার্ডে এমএএমসি টাউনশিপে (MAMC Township) মঙ্গলবার অবৈধভাবে বেশ কয়েকটি মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠলো এলাকার দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী বনদপ্তরে খবর দেয়। ঘটনাস্থলে দুর্গাপুর বনদপ্তরের (Durgapur Forest Department) কর্মীরা আসে। ঘটনাস্থল থেকে দু'জন অভিযুক্ত'কে আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমএএমসি টাউনশিপের (MAMC Township) বি- 1 এলাকায় দীর্ঘদিনে পুরোনো শালগাছ, নিম গাছ সহ মূল্যবান কাঠের গাছ রয়েছে।
এদিন এলাকার দুস্কৃতিরা ওই এলাকা থেকে মূল্যবান ৬ টি গাছ কেঁটে চম্পট দেওয়ার চেষ্টা করে। সেই মহূর্তে বনদপ্তর হানা দিতে দু'জন দুস্কৃতি'কে আটক করে নিয়ে যায়। বনদপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে।