সংবাদাতা,পূর্ব বর্ধমান:-বর্ধমান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলের দাবিতে জেলা অফিস ঘেরাও করল তৃণমূল কর্মীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে নামলো র্যাফ।শুক্রবার সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই শহরের ১৯ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ডে বিক্ষোভ শুরু হয়। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
বর্ধমান পৌর এলাকা সহ মেমারী, গুসকরাতে বিক্ষোভ চলে। রবিবারও একই দাবিতে বিক্ষোভ অব্যাহত বর্ধমান শহরে। শহরের ১৯ নম্বর ওয়ার্ড থেকে মিছিল করে এ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জেলা পার্টি অফিস ঘেরাও করে। চলে প্রার্থী বদলের দাবিতে স্লোগান। অবিলম্বে ঘোষিত প্রার্থী শাহাবুদ্দিন খানকে পরিবর্তন করে অন্য প্রার্থীর নাম ঘোষণা করতে হবে, এই দাবিতে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে নামানো হয় র্যাফ।