সংবাদাতা, পূর্ব বর্ধমান:-পাঁচ লাখ টাকা চেয়ে হাজরা পরিবারকে চিঠি মাওবাদীদের।ঘটনায় আতঙ্কিত পরিবার।শনিবার রাত সাড়ে দশটার সময় বাড়ির ছোট ছেলে অয়ন হাজরা সদর দরজা বন্ধ করতে গিয়ে দেখেন একটি সাদা খাম পরে রয়েছে,খাম খুলে দেখেন চিঠিতে লেখা রয়েছে ,
''জয় বজরং বলি,আমরা মাওবাদী।আপনার গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন,সেই টাকা থেকে আমাদেরকে ৫ লাখ টাকা দেবেন,নাহলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে।আর এই টাকাটি আমবোনা গ্রামের বেল তলায় এনে রাখবেন সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হবে।''
পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার থানার বনপাস পঞ্চায়েতের আমবোনা গ্রামের হাজরা পরিবারে এরকম চিঠি আসায় তারা চিন্তিত। চিঠি পেয়ে হাজরা পরিবারের ছোট ছেলে ভাতার থানায় দ্বারস্থ হন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন হাজরা পরিবারকে।
পরিবারের সদস্য অয়ন হাজরা জানান, ''প্রায় তিন চার বছর আগে তার জেঠুর বাড়িতে এই ধরনের চিঠি দিয়েছিলো। গতকাল রাতে দরজা বন্ধ করতে গিয়ে দেখি দরজার কাছে একটি সাদা কাগজ পড়ে। কাগজ খুলতেই দেখি এই চিঠি। আমাদের কাছে টাকার দাবি করেছে ওরা।''
চিঠি পাওয়ার পরই তিনি ভাতার থানায় দ্বারস্থ হন। শনিবার রাতেই ভাতার থানার পুলিশ আমবোনা গ্রামের হাজরা বাড়িতে যায়। পুলিশ বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন হাজরা পরিবারকে।পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।