সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোপ দাগলেন গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মল্লিকা চোঙদার। দলের উচ্চ নেতৃত্ব তার নাম প্রার্থী হিসাবে মনোনীত করার পরে ইচ্ছাকৃত ভাবে অনুব্রত মণ্ডল অন্য কাউকে তার জায়গায় প্রার্থী মনোনীত করেছে বলে অভিযোগ এই প্রাক্তন কাউন্সিলরের।
শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পায়। সেখানে মল্লিকা চোঙদারের নাম গুসকরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জন্য মনোনীত হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশ পাওয়া সেই লিস্টে রাজ্য নেতৃত্বের সই ছিল বলে মল্লিকা চোঙদার দাবি করেন। তার পরেও তার নাম বাদ পরায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রবিবার এনিয়ে সরাসরি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই তৃণমূল নেত্রী। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের না পসন্দের তালিকায় থাকার কারণেই তার নাম ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে। এনিয়ে দলের উচ্চনেতৃত্বের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। মল্লিকা চোঙদার জানান, তিনি পর পর পাঁচ বার গুসকরা পৌরসভার কাউন্সিলর ছিলেন এমনকি ভাইস চেয়ারম্যানও ছিলেন একবার। এভাবে তার নাম প্রার্থী হিসাবে দেওয়া এবং বাদ দেওয়ায় তিনি মর্মাহত।