নীলেশ দাস, আসানসোল :- আসানসোলের সৃষ্টি নগরে ইন্ডিয়া পাওয়ারের উদ্যোগে তিন দিনের রাঢ় বাংলা কারিগরি মেলা শুরু হলো।শনিবার এই মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন আসানসোলের রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমাত্মানন্দ। রাঢ় বাংলা ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড উদ্যোগে শুরু হলো রাঢ় বাংলা কারিগারি মেলা যেখানে সমস্ত কারিগর যারা সরকারীভাবে প্রশংসিত (পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পরিষদ এবং পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন লিমিটেড) তাদের হাতে তৈরি পণ্যগুলি এই মেলায় প্রদর্শন করতে চলেছে আইপিসিএল। বেঙ্গল সৃষ্টি এবং হ্যালো হেরিটেজের সহযোগিতায় বিগত দু বছরের মতো এই মেলাটি টানা তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
আসানসোলের সৃষ্টি নগরে ইন্ডিয়া পাওয়ারের উদ্যোগে তিনদিনের রাঢ় বাংলা কারিগরি মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন আসানসোলের রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমাত্মানন্দ। এছাড়াও ইন্ডিয়া পাওয়ারের ডিরেক্টর সৌমেশ দাশগুপ্ত, ইন্ডিয়া পাওয়ারের ভিপি টেকনিক্যাল সুবীর দাস, ইন্ডিয়া পাওয়ারের জিএম এইচ আর পার্থ চট্টরাজ সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে রাঢ় বাংলা কারিগরি মেলায় ৩৪ টি স্টল বসেছে। মেলায় ৩৪ টি স্টল রয়েছে যা স্থানীয় ভাবে তৈরি হস্তনির্মিত পণ্য এবং কারুশিল্পের প্রদর্শনের সাক্ষী হবে যা আজকের দিনে এবং যুগে হারিয়ে যাচ্ছে। পাতাচিত্র, নাতুনগ্রাম পুতুল, কাথা সেলাই, ডোকরা, সাবাই,কানজকুরা, মাদুরকাঠি, ধোকরা, হ্যান্ড এমব্রয়ডারি, চিকন কারুকাজ, শোলা কারুকাজ এমন অনেকের মধ্যে থাকবে যা কারিগরি মেলার অংশ হবে। আগামী ২১ শে ফ্রেবয়ারি পর্যন্ত এই রাঢ় বাংলা কারিগরি মেলা চলবে।