সংবাদাতা,পূর্ববর্ধমান:- পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের সাহেবগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতে রাস্তা, জল এবং শৌচালয় না পাওয়ার অভিযোগে গ্রামবাসীরা ঘেরাও করে সাহেবগঞ্জ 2নং গ্রাম পঞ্চায়েত । ভাতার থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেনা দিঘীরপাড়, ওরগ্রাম সহ বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরেই টেন্ডার দুর্নীতি নিয়ে পঞ্চায়েতের কাজের গাফিলতি আছে বলে দাবী করে উপস্থিত গ্রামবাসীরা । দিলু খাঁ, লক্ষীনারায়ন হাজরা, সুমিত্রা মন্ডলরা বলে, দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন । আমাদের সমস্যার কথা পঞ্চায়েত দপ্তরে জানাতে এলে কোনমতেই ভ্রুক্ষেপ দিচ্ছেনা পঞ্চায়েতের কর্মকর্তারা ।
তৃণমূল নেতা মীর নজরুল ইসলাম এই অভিযোগের কথা স্বীকার করে সম্পূর্ণ অভিযোগ আনেন সাহেবগঞ্জ 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনয় কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে । তিনি আরো জানান ব্যক্তিগত মতকে প্রাধান্য দিয়ে, কয়েকজন কর্মীকে নিয়ে প্রধান পঞ্চায়েতের কাজ কর্ম করছেন । এতে সাধারণ মানুষ রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ।
তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাহেবগঞ্জ২ পঞ্চায়েতের প্রধান বিনয় কৃষ্ণ ঘোষ জানান, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের ফলেই টেন্ডার প্রক্রিয়া বন্ধ করতে হয়। গন্ডগোল দেখে এম এল এ এবং আই সি আমাকে টেন্ডার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। সেকারণেই টেন্ডার প্রক্রিয়া বন্ধ করতে হয়।
স্থানীয় তৃণমূলের এক গোষ্ঠীর গাজোয়ারি ফলে গোটা প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে বলে জানান প্রধান। তার বক্তব্য, গ্রামবাসীরা চাইছেন এলাকার সব গোষ্ঠীকে কাজ ভাগ করে দেওয়া হোক। কিন্তু তৃণমূলের একটা গোষ্ঠীর গাজোয়ারিতে সমস্যা তৈরি হচ্ছে। প্রসাশনের দিক থেকে নির্দিষ্ট সুরাহা না হলে টেন্ডার ওপেন করবেন না বলে জানিয়েছেন প্রধান।