নীলেশ দাস ,আসানসোল:- অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস বোঝায় ট্যাংকার (Gas Tanker)। ঘটনাটি ঘটে বাংলা ঝাড়খন্ড সীমান্ত (Bengal-Jharkhand Border) ডুবুরদিহি চেকপোষ্টে। বুধবার বিকেলে একটি গ্যাস বোঝায় ট্যাংকার (Gas Tanker) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে রং রুটে ঢুকে যায়।
যদিও গ্যাস ট্যাঙ্কারের চালক বলেন যে গাড়িতে ব্রেকফেল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যায়।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষাপায় পথচারীরা।কারণ যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা জনবহুল এলাকা।
যদিও চালকের শরীরে অল্প একটু আঘাত লেগেছে বলে যানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। গ্যাস বোঝায় ট্যাঙ্কারটি হলদিয়া থেকে গরখপুর যাচ্ছিলো বলে যানা গেছে।