Type Here to Get Search Results !

Burdwan: আবার বেজে উঠলো স্কুলের ঘন্টা,ছোটদের কলকাকলিতে গমগম করে উঠছে স্কুলের প্রাঙ্গন



সংবাদাতা,পূর্ব বর্ধমান:- আবার বেজে উঠলো স্কুলের ঘন্টা। খুলে গেল স্কুলের দরজা। ছোটদের কলকাকলিতে গমগম করে উঠছে স্কুলের প্রাঙ্গন। ছোটরা আনন্দে আবার ক্লাসে বসবে পাশাপাশি। আবার মেতে উঠবে খেলায়।দীর্ঘ কোভিড সংক্রমণের কালে যে একাকীত্ব আর বিষাদে কেটেছে আজ তার অবসানের ইঙ্গিত মিলেছে।



বর্ধমানের অন্যতম বড় স্কুল মিউনিসিপ্যাল হাইস্কুলের (Burdwan Municipal High School) দরজা থেকে দপ্তর সাজো সাজো রব।  সকালেই ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ও অন্যরা চলে এসেছেন। ছাত্ররা স্কুল গেট দিয়ে প্রবেশ করতে দীর্ঘ বিরতির পর শুরু হল অফলাইনে পঠনপাঠন। 



স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অরুণাভ চক্রবর্তী জানান, কোভিড বিধি মেনে চলা হবে। ছাত্র এবং শিক্ষকদের স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা মেনে চলা হবে। সরকারি নির্দেশ মেনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।স্যানিটাইজার, মাস্ক থাকছে।বিদ্যালয় পরিচ্ছন্ন ও স্যানিটাইজ করা হয়েছে।



ছাত্ররাও খুশি। সুবর্ণদীপ সামন্ত জানাল, এতদিন ঘরে বসে কেটেছে। আজ আবার স্কুলে এলাম। সবার সাথে দেখা হবে। নিজেদের আরো ভাল করে গড়ে তুলতে সাহায্য হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad